২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেসবুকে পোস্ট, যুবক কারাগারে

আপডেট: এপ্রিল ২৪, ২০২১

বিজয় নিউজ:; বরিশালে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটূক্তি করে ফেসবুকে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় আটক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে মেট্রোপলিটন আদালতে জামিন আবেদন করলে বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপূর্বে শুক্রবার বিকেলে ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই ইউ‌নিয়নের বাসিন্দারা ওই যুবককে পু‌লিশের কাছে সোপর্দ ক‌রে।

অভিযুক্তের নাম মাহাবুব ‌হো‌সেন (১৯)। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে কটুক্তিমূলক লেখাসহ তা আপলোড দেয়। এখবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী মাহাবুবকে আটক ক‌রে পুলিশে সোপর্দ করে।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদ জামান জানান, অভিযুক্ত মাহাবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। চরমোনাই ডিঙ্গামানিক ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই মামলার প্রেক্ষিতে মাহাবুবকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

110 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন