২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় মৎস্য অভিযান-৭ জরেনর ১ বছেরের জেল

আপডেট: অক্টোবর ১০, ২০২০

হিজলা প্রতিনিধি:: শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ হালিম হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে।

সন্ধ্যায় অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে প্রত্যেকে ১ বছর করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটককৃত প্রত্যেক জেলে হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। আটককৃত জেলে খলিল খান, সুমন মাঝি, দেলায়ার হোসেন, বাবুল সরদার, শহিদ বেপারী, মানিক মাঝি এবং জালাল সরদার প্রত্যেকে হিজলা থানায় আটক রয়েছে।

শনিবার তাদেও প্রত্যেককে বরিশাল কারাগাওে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন নৌ ওসি মোঃ বেল্লাল হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আঃ হালিম জানান, তাদের অভিযান অব্যহত থাকবে।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন