২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অরক্ষিত মেঘনায় ২ পুলিশ ফাড়ি- জেলে পাড়ায় আতংক

আপডেট: অক্টোবর ২০, ২০২০

হিজলা প্রতিনিধি :: অনেক দিন পরে হলেও বরিশালের হিজলার মেঘনায় ২ পুলিশ ফাড়ি বসেছে। মা ইলিশ রক্ষায় কার্যকর পদক্ষেপ।
উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের পক্ষ থেকে জানা গেছে বরিশালের হিজলা উপজেলার অজোপড়াগায়ে মেঘনায় মা ইলিশ রক্ষায় দু’টি ভাসমান নৌ পুলিশ ফাড়ি বসাচ্ছে প্রশাসন। এতে করে অরিক্ষত মেঘনার মা ইলিশ সহ দস্যু দমনে ভুমিকা রাখেবে বলে মনে করছেন ¯’ানীয়রা। সেই সাথে জেলে পাড়ায় আতংক বিরাজ করছে।
হিজলা নৌ পুলিশ ফাড়ি ওসি বেল্লাল হোসেন জানান, মা ইলিশ রক্ষার্থে নৌ পুলিশ বরিশাল হিজলার মেঘনার দুটি পয়েন্টে ভাসমান নৌ পুলিশের টিম বসিয়েছেন। এর একটি “নৌ পুলিশ টিম ভাসমান-১”, হরিনাথপুর এবং আবুপুর এলাকায় কাজ করবে। পুলিশ পরিদর্শক মোঃ আক্রাম হোসেন সহ ১৪ জনের দলটি নিয়ন্ত্রন করবেন তিনি। অপরটি হিজরাগৌরব্দীর আন্তরভাম এলাকায় “ নৌ পুলিশ টিম-২” হিসাবে কাজ করবে। এ গ্রুপটিতে ১৪জনের একটি টিম থাকছে। টিমের নেতৃত্বে রয়েছে পুলিশ ফরিদর্শক আবু তাহের। ১৯ অক্টোবর (সোমবার) রাত থেকেই তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

264 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন