২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

এটিএম বুথ থেকে টাকা চুরি,দুই মামলা

আপডেট: নভেম্বর ২০, ২০১৯

বিজয় নিউজ:: চট্টগ্রামে পূবালী ব্যাংকের দুটি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনায় নগরের ডবলমুরিং ও চকবাজার থানায় দুটি মামলা দায়ের করেছেন পূবালী ব্যাংকের কর্মকর্তারা।

বুধবার (২০ নভেম্বর) ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন পূবালী ব্যাংক আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক মো. শাহেদ আলী ও চকবাজার থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন সারোয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ ও চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, গত রোব ও সোমবার পূবালী ব্যাংকের চট্টগ্রামের দুটি ও কুমিল্লার একটি এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ৬০ হাজার টাকা চুরি হয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

89 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন