২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কবর থেকে আ.লীগ নেতার লাশ উত্তোলন

আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

নাটোর প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে আদালতের নির্দেশে মৃত্যুর চার মাস পর শেখ ইয়াকুব আলী হীরা নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা খান এবং বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক আহসান হাবীবের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ জুন উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইয়াকুব আলী হীরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। কিন্তু ইয়াকুবের মেয়ে ইষিতা খাতুন তার বাবাকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ তুলে গত ২৯ আগস্ট আদালতে সৎ মা মৌটুসি আক্তার মুক্তাসহ চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামি হলেন রেজাউল করিম (৬০), আঞ্জুমান (৫০) ও মো. রকি (২৮)।

এরপর আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

99 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন