২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে অবৈধ্য ভাবে ইট পোড়ানো অভিযোগ

আপডেট: জানুয়ারি ২, ২০২১

বিজয় নিউজ:: বরিশাল ঝালকাঠি নলছিটি পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডের অনুরাগ গ্রামের সরকারি নিয়ম নীতি না মেনে ফসলি জমিতে অবৈধ্য ভাবে ইট পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এই অবৈধ্য ইট পোরানো প্রতিবাদে অনুরাগ মাদ্রাসার সামনে এলাকা বাসি মানববন্ধন করে। ফারুক হোসেন ক্ষমতা বল প্রক করে অবৈধ্য ভাবে ইট ভাটা স্থাপন করে ইট পোড়ায়।

এ ছাড়া ইটের ভাটার মালিক এলাকা বাসির কে বিভিন্ন ভয় দেখাইয়া ব্যবসা করে করে আসছে।এলাকা বাসি সুমন রাঢ়ী বলেন- ইটের পোড়া কালো ধুয়ায় আমাদের শ্বাস কষ্ট দেখা দিয়েছে এবং জমিতে ফসল হচ্ছে না । আমরা ইট মালিক কে বহু বার কয়লা দিয়ে ইট পোড়ানো জন্য বলা হলেও কোন পাওা দিচ্ছেনা। এর ফলে আমরা প্রথমে মানবন্ধন করেছি । এতে যদি ইট ভাটায় অবৈধ্য ইট পোড়ানো হয় তা হলে আমরা জেলা প্রসাশক বরাবর স্বরকলিপি প্রদান করবো। এই বিষয ইট ভাটার মালিক ফারুক হোসেনের মোবাইলে একাদিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

234 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন