২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠি ডিসি অফিসে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দিলেন এনডিসি

আপডেট: মার্চ ২১, ২০২১

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ: ঝালকাঠি ডিসি অফিসে সংবাদ সংগ্রহ করতে ৪/৫ জন সাংবাদিক গত বৃহস্পতিবার যায়। তখন ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন, সে জন্য বিকেলে সাংবাদিকরা তথ্য জানতে ডিসি অফিসের দোতলায় রিটার্নিং কর্মকর্তা এডিসি সার্বিক আরিফুল ইসলাম এর দপ্তরে যাওয়ার জন্য গেলে সেখানে কর্তব্যরত এনডিসি আহমেদ হাসান ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেন, তখন এক সাংবাদিক তাৎক্ষনিক বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জোহর আলীকে অবহিত করেও কোন প্রতিকার না পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। অথচ ঐদিন মনোনয়ন দাখিলের জন্য প্রার্থীরা ৫ জনের অধিক সমর্থক নিয়ে প্রবেশ করে, তাতে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হয়নি অথচ ৪/৫ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাতে স্বাস্থ্যবিধি ভঙ্গের খোঁড়া অযুহাত দাঁড় করান এনডিসি আহমেদ হাসান। আহমেদ হাসান যোগদানের পর থেকে বিভিন্ন ইটের ভাটা, বালু কাটা ও মোবাইল কোর্টের ভয় দেখাইয়াসহ বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের একটাই দাবী অনতিবিলম্ভে বহু অপকর্মের হোতা জামালপুরের সাবেক ডিসি কবিরের জিরোস কপি আহমেদ হাসানকে প্রত্যাহার করা। নইলে সাংবাদিকরা ডিসি অফিসের সংবাদ প্রচার থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন এবং এ ঘটনা অগ্রহনযোগ্য ও এর তীব্র নিন্দা জানান।

98 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন