২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় ডিএসকের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আপডেট: নভেম্বর ৫, ২০২০

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:: ধর্মপাশা ডিএসকে নামে একটি বেসরকারী এনজিওর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝরে পরা শিক্ষার্থী হার কমিয়ে আনার লক্ষে কর্মশালা অনুষ্টিত হয়।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডএিসকে নামে বেসরকারী একটি এনজিও সংস্থা গতকাল সকাল সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদকমপ্লেক্স হল রুমে ডিএসকে-হ্যালো আই এ্যাম (হিয়া) প্রকল্পের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝরে পরা শিক্ষার্থীর হার কমিয়ে আনা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়।
স্থানীয় বিএনপি নেতা আনফর আলীর সভাপতির্থে ও প্রজেক্ট অফিসার জুয়েল রানার পরিচালনায় ও হ্যালো আই প্রকল্পের মাঠ সমন্নয় কারী শাজাহান কবীর এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, মজিবুর রহমান মজুমদার প্রমুখ।

112 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন