২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলা উপজেলায় ইউপি নির্বাচনে দুই নৌকা এবং দুই ঘোড়া প্রতিক বিজয়ী

আপডেট: জুন ২১, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা :: নানা নাটকীয়তার মধ্যেদিয়ে হিজলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাপ্ত। বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই নৌকার ২জন এবং ঘোড়া প্রতিকের দু’জন প্রার্থীকে বে-সরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিস।
২১ জুন শেষ হওয়া এ নির্বাচনে উপজেলাসদর ইউনিয়ন পরিষদ বড়জালিয়ায় বিপুল ভোটে বিজয়ী হন নৌকা প্রতিক প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার।
নির্বাচনের এক দিন আগে চশমা প্রতিকের প্রার্থী পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ নিজেকে গুটিয়ে নেন। সমর্থন জানান নৌকা প্রতিক প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারকে। অপর প্রার্থী চরমোনাই আব্দুল্লাহ পাখা প্রতিক নিয়ে তার নিকটতম প্রতিদন্দ্বি।
হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার ২য়বারের জন্য নৌকা প্রতিকে বিজয়ীহন। তার নিকটতম প্রতিদন্দ্বিপ্রার্থী হাতপাখা প্রতিক হাজী মিজানুর রহমান কামাল।
উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকে বিজয়ী হন এক সময়ের একই ইউনিয় পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী নৌকা প্রতিকের সাবেক চেয়ারম্যান আঃ লতিফ খান।
একই উপজেলার মেমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন হাওলাদার ঘোড়া প্রতিকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশন। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থি নৌকা প্রতিকের প্রার্থী অলিউদ্দিন তালুকদার রয়েছেন পিছিয়ে।
হিজলা উপজেলা আওয়ামীলীগের দুই শিবিরের বিভক্তির রেখা সাময়িক সময়ের জন্য সমাপ্তি হলেও এর রেশ বিদ্যমান বলে মনে করছেন হিজলার সচেতন মহল।

158 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন