১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্মপাশায় মডেল মসজিদ এর পাইলিং করেই জিমিয়ে পড়ছে নির্মান কাজ

আপডেট: জুন ২১, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের ভিতরে মডেল মসজিদ নির্মানের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে মসজিদ নির্মান কাজ শুরু হয়। পাইলিংএর কাজ শেষ হতে না হতেই ঠিকাদার প্রতিষ্টান নির্মান কাজ বন্ধকরে চলে যাওয়ায় ভবন নির্মানের রড গুলো ঝং ধরে নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। লাখ লাখ টাকার রড এলো পাথারি ভাবে কাঁদা মাটিতে পরে থাকায় ওই রড গুলো ঝং ধরে নষ্ট হচ্ছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৯-২০২০ অর্থ বছর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরপত্র আহবান ও টেন্ডার প্রকৃয়ায় লটারির মাধ্যমে ওই ঠিকাদার প্রতিষ্টান, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ এর ভেতরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে দুই বছর মেয়াদে (৪ তলা) মডেল মসজিদটি নির্মানের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার প্রতিষ্টা নিকুত ভাবে পাইলিং এর কাজ দ্রুত শেষ করে ভবনের একাংশে ব্র্যাইজ ডালায়ের কাজ শেষ হতে না হতেই রডসহ নির্মান সামগ্রী এলোমেলো ভাবে রেখে চলে যায়। এতে ফিলার এর রড গুলো বৃষ্টিতে ভেজায় প্রতিটি রডে ঝংধরে নষ্ট হচ্ছে বলে স্থানীয় রাজ মিস্ত্রীরা জানান।
ওই ভবন নির্মানের রড এখন কাঁদা মাটির নিচে ঝং ধরছে।
গণপূর্ত বিভাগের সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবিল আয়াম এর কার্যালয়ের ০৮৭১৬১৪৩১ এই ফোন নম্বরে একাধিকভার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান তিনি বলেন, বয়াবহ করোনা কালীন সময় নির্মান সামগ্রী কেরিংয়ে ভীগ্ন সৃষ্টি হওয়ায় বিলম্ব হচ্ছে। পর্যায় ক্রমে ভবনের কাজ শুরু হবে।

102 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন