২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে নারী নির্যাতন বিরোধ র‌্যালী ও সমাবেশ

আপডেট: অক্টোবর ১৮, ২০২০

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:;  সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ এর যৌথ উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে এক যোগে নারী নির্যাতন বিরোধী বণাঢ্য র‌্যালী ও আলোচনা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগ- যুবলীগের যৌথ উদ্যোগে গতকাল ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় গাছতলা বাজার দলীয় কার্যালয়ে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি মোঃ এরশাদ আখন্দের পরিচালনায়, নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়।
এসময় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মাফিজ আলী, ধর্মপাশা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের অসংখ্য নেতাকর্মী উপস্ ছিলেন।
উপজেলার ১০টি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

153 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন