১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্মপাশা উপজেলা সদর কোচিং বানিজ্য অব্যহত রয়েছে কর্তৃপক্ষ নিরব

আপডেট: অক্টোবর ৬, ২০২০

বিজয় নিউজ:; দেশে মহামারি করোনা কোভিট-১৯ এর প্রভাবের কারনে সারা দেশের শিক্ষা প্রতিষ্টান বন্ধ ঘোষনা করা হয়েছে। শিক্ষকরা বাড়ীতে বসে বেতন ভাতা সহ বিভিন্ন সুবিধা ভোগ করলেও এক শ্রেনীর শিক্ষক দ্ধারা কোচিং বানিজ্য অব্যহত রয়েছে। উপজেলা সদর উকিলপাড়ায় ৪ হতে ৫টি কোচিং সেন্টার, উপজেলা সরকারি কলেজ সংলগ্ন নতুনপাড়া রোর্ড নাহিয়ান বিদ্যা নিকেতন পর্যন্ত প্রায় ৩ হতে ৪ টি কোচিং সেন্টারে সকাল,দুপুর ও বিকাল ওই তিন টাইমে নিয়মিত ছাত্রছাত্রী পড়া শোনা করতে দেখা যাচ্ছে।

এসব কোচিং সেন্টার গুলোতে সরকারী নীতিমালার তুয়াক্কা না করে একটি মাক্স না পড়ে একটি ব্র্যাঞ্চে ৩ হতে ৪ জন শিক্ষাত্রী বসে পাঠ্যদান করছে।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন