১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট: মার্চ ১, ২০২১

গত ২৫/০২/২০২১ইং তারিখ বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক বরিশালের আজকাল, দৈনিক বরিশালের কথা ও দৈনিক আজকের বার্তা পত্রিকায় প্রকাশিত “নগরীতে দুই বোনের জমি দখল নেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে”/ভাই বজলু শরীফের বিরুদ্ধে শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ভিত্তিহিন বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত। জনৈক মাহামুদ হাসান হিরন একজন কূ-চক্রি, লোভী ও প্রতারক ব্যক্তি তিনি প্রতিবেদক সাংবাদিক ভাইকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহিন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ও ঘৃনিত সংবাদ প্রচার করে আমার সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য ঘটনা হচ্ছে আমার বাবা মৃত মোসলেম আলী শরীফ তার মাতা ও দুই বোন নুরজাহান বেগম ও আনোয়ারা বেগমের শোকের ভাগ সহ ৩২.৫০ শতাংশ সম্পত্তি প্রাপ্ত হয়ে পরলোকগমন করেন। তার মৃত্যুর পর আমি ও আমার দুই বোন হাসিনা আক্তার ও হোসনেআরা বেগম ওয়ারিশ হিসাবে সম্পত্তি প্রাপ্ত হই। আমার বাবার সম্পত্তি থেকে বাড়ীতে চলাচলের রাস্তা, ড্রেন ও কবরস্থান বাবদ ৬.৫০শতাংশ এজমালিতে বিদ্যমান আছে। বাকি ২৬শতাংশ সম্পত্তি হতে আমার দুই বোন ৪টি ভিন্ন ভিন্ন দলিলের মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাক্তির নিকট তাদের প্রাপ্ত সরজমিনে ১২ শতাংশ সম্পত্তি বিক্রয় করেন। যাহার দলিল নং ৫৪৫৫ তাং ১২-০৯-২০০১, ৬৯৩৪ তাং ২২-১২-২০০১, ৮৩৩৩ তাং ২৯-১২-২০০৩, ২৪৪৮ তাং ০৩-০৩-২০১৫। যেহেতু তাহাদের সম্পত্তি তাহারা বিক্রয় করেছেন সেহেতু বি,এস, জরিপে তাদের অংশ বা নাম আসেনি তাহারা সবকিছু জেনেই বি,এস জরিপে অংশ নেন নাই এবং তাহারা কোন আপত্তি ও দাখিল করেন নাই। বি,এস জরিপ আমাদের মোট সম্পত্তির উপর ১.০৬ শতাংশ সম্পত্তি কমও দিয়াছে। যাহার কারনে সরেজমিনে আমার দুই বোনের কোন সম্পত্তি নাই। ৩.২৫ শতাংশ সম্পত্তি আছে চলাচলের রাস্তা, ড্রেন ও কবরস্থনে, তেমনী আমারও আছে ৩.২৫ শতাংশ রাস্তা, ড্রেন ও কবর¯’ানে। তাহলে আমি কিভাবে তাহাদের সম্পত্তি আত্মসাৎ করলাম আমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও আমার ক্রয়কৃত সম্পত্তির মধ্যে আমার দালান ঘড় বাড়ি নির্মান করিয়া বসবাস করিতেছি। আমি কাহারো সম্পত্তিতে অনুপ্রবেশ করিনাই বা আত্মসাৎ করি নাই। আমি আমার প্রাপ্ত ন্যায্য সম্পত্তির মধ্যেই বসবাস করিতেছি। আমার ক্রয়কৃত সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়েছে লোভী প্রতারক মাহামুদ হাসান হিরন গংদের। প্রতারক মাহামুদ হাসান হিরন আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা বলে টাকা ধার নিয়ে আর ফেরৎ দেয় নায়। এই ধারের টাকা ফেরৎ চাইতে গেলেই বাধে বিপত্তি সে আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিতে থাকে। আমাকে বলে আমরা আরো জমি পাবো এবং মামলাও করবো একপর্যায় সে তার মা ও খালাকে প্ররোচিত করে আমার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) আদালতে ৩২/কেটি ১৬/১৭ একটি মামলা দায়ের করে তৎকালীন একজন আইন প্রনেতার প্রভাব খাটিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে প্রভাবিত করে আমার বিরুদ্ধে একতরফা একটি রায় করিয়ে নেন। সেই মামলায় আমাকে আদালতে বর্ননা দাখিল করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। যেহেতু একটি রায় করিয়া নিয়াছে আমি সেই রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি রিভিশন মামলা দাখিল করি যাহার মামলা নং ৮৭/২০১৭ এই মামলা এখনও আদালতে চলমান আছে। মামলা চলমান থাকা
‌ব্যস্থায় এইরুপ ভিত্তিহিন সংবাদ পরিবেশন করে একটি ফায়দা লোটার পায়তারা চালাচ্ছেন প্রতারক হিরন গংরা। মামলা চলমান থাকাব¯’ায় এইরুপ মিথ্যা সংবাদ প্রকাশ আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের বহিঃপ্রকাশ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বজলুর রহমান শরীফ
দক্ষিণ আলেকান্দা, ১৩নং ওয়ার্ড, বরিশাল।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন