২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্মপাশায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরন

আপডেট: জানুয়ারি ২৪, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৩৪টি পরিবারকে জমির দলিল ও গৃহপ্রদান করা হয়।
গতকাল ২৩ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময় উপজেলার ৪৩টি গৃহহীন পরিবারকে একটি করে গৃহ ও জমির দলিল তাদের কাছে হস্তা¯’ও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) মোঃ মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কালাম ফরাজি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সালমুন হাসান বিপলব, এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফ উল্লা খান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন