২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

প্রশাসন ছাড়া মেঘনায় অভিযানে রেনু জব্দ-ওরা কারা !

আপডেট: এপ্রিল ২৩, ২০২১

সাইফুল ইসলাম,হিজ লা:; হিজলার মেঘনায় অভিযান চলনাম। তবে প্রশাসন নেই মেঘনার অভায়শ্রমে। চিংড়ি রেনু পোনা, জাটকা ইলিশসহ অবৈধ মাছ আটক করল কারা ? প্রশাসন কিছুই জানে না।
হিজলার মেঘনা নদীতে রাত্রিকালীন অভিযান চলমান। অবৈধ জাটকা এবং চিড়ির রেনু পোনা আটক । লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ছাড়া। তবে প্রশাসন কোন কিছুই জানে না।


২০ এপ্রিল গভীর রাতে হিজলার মেঘনার চরকিল্লা এলাকায় গভীর রাতে অভিযান চালায় অজ্ঞাত ব্যাক্তিরা। এতে বিপুল পরিমান চিংডির রেনু পোনা, জাটকা ইলিশ সহ বিপুল পরিমান মাছ আটক কওে তারা। তবে এ পক্ষের কোন সন্ধান মিলেনি। একদিকে অভায়া¯্রমে, মাছ ধরা নিষিদ্ধ, অন্যদিকে প্রশাসনের নজরদারির অভাবকে দায়ি করেছেন জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা সাধারন সম্পাদক ইকবাল হোসেন মাতুব্ও এবং হিজলা উপজেলা সভাপতি জাকির শিকদার। তাদেও দাবি মৎস্য প্রশাসনের দুর্বলতাকে কাজেলাগিয়ে একশ্রেনীর লোকেরা এমনটা ঘটিয়েছে।


নাম প্রকাশে অনি”ছুক একাধিক ব্যাক্তি জানান, বিষয়টিতে মৎস্য বিভাগ এবং মৎস্য সমতির জনৈক ব্যাক্তির হাত রয়েছে। তার ইশারায় এমনটা ঘটছে। পক্ষটি জানায় ঐ রাতে হিজলা মৎস্য দপ্তরের জনৈক মাঝি এবং সমিতির এক ব্যাক্তি নেতৃত্ব দেন। রাতেই রফাদফার মাধ্যমে ছাড়া পান অবৈধ মাছ ব্যবসায়ীরা।
অপরদিকে মাছ আটক বিষয় উপজেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোষ্টগার্ড কিছুই জানে না।

122 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন