২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে হঠাৎ রাস্তায় রিক্সাচালকের মৃত্যু

আপডেট: এপ্রিল ২৭, ২০২১

বিজয় নিউজ:; বরিশালে অসহনীয় তাপদাহে হিটস্ট্রোকে রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নগরীর ল্যাব এইড হাসপাতালের সামনে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক রাজা মিয়া (৬০) নগরীর বগুড়া রোডের বাসিন্দা।

কোতয়ালী মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম জানান, রাজা মিয়া মারা যাওয়ার কয়েক মিনিট আগে ঘটনা¯’লে এসে যাত্রীর জন্য অবস্থান নেন। এসময় তিনি কাঁপতে কাঁপতে রাস্তায় লুটিয়ে পরেন। হাসপাতালের নিরাপত্তা প্রহরীরা পুলিশে খবর দিলে তিনি নিহতের স্বজনদের নিয়ে রাজা মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে নিহতের মেয়ে মাহিনুরের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক আফিয়া সুলতানা পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত রাজা মিয়া পূর্বে কোন রোগে আক্রান্ত ছিলেন না। তবে তিনি রোজা রেখে রিক্সা চালাতেন। ধারণা করা হচ্ছে প্রচ- গরমের মধ্যে রোজা রেখে পরিশ্রম করায় হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

নিহতের ছেলে ইমন মিয়া জানান, তার বাবার মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ি ঝালকাঠিতে গেছেন। সেখানে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য কয়েক দিন ধরে বরিশালে প্রচ- তাপদাহ চলছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উ”চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বরিশালে সোমবার তাপমাত্রা ছিল ৩৭.৫ ও রোববার ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

113 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন