২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিদ্রোহ ঠেকাতে বরিশালে ১০ বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী বহিঃস্কার

আপডেট: জুন ১৯, ২০২১

বিজয় নিউজ:: ইউনিয়নের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে সবরকম চেষ্টা ব্যার্থ হওয়ার পর কঠোর অবস্থানে গিয়েছে বরিশাল আওয়ামী লীগ। গতকাল শনিবার একদিনেই দল থেকে বহিঃস্কার করা হয়েছে ১৯ নেতা-কর্মীকে। এদের মধ্যে ১০ জনই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে। বহিঃস্কারের এই তালিকা আরো দীর্ঘ্য হতে পারে বলে আভাস দিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বরিশাল বিভাগের ৬ জেলার ১৭৩টি ইউনিয়নে সোমবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। যদিও এরমধ্যে ২৬ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বচিত হয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান।বরিশালের হিজলা হরিনাথপুর, বড়জালিয়া এবং মেমানিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের ৩ প্রার্থীর অভিযোগ আবার স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ’র বিরুদ্ধে। এই ৩ ইউনিয়নেই দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের ৩ প্রভাবশালী নেতা। হরিনাথপুরের নৌকা প্রতীকের প্রার্থী আঃ লতিফ খান বলেন, ‘এমপি সাহেব (পঙ্কজ দেবনাথ) সরাসরি নৌকার বিরোধীতা করছেন। তিনি কাজ করছেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে।’ বড়জালিয়া এবং মেমানিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের দুই প্রার্থী যথাক্রমে এনায়েত হোসেন হাওলাদার ও অলিউদ্দিন তালুকদার বলেন, ‘সর্বশেষ উপজেলা নির্বাচনে এখানে হেরেছে আওয়ামী লীগের প্রার্থী। জয়ী হওয়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে ছিলেন এমপি পঙ্কজ। ভোটের দিন দেখেছি যে প্রশাসন কিভাবে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে । গতকাল শনিবার একদিনে দল থেকে সাময়িক বহিঃস্কার করা হয়েছে বরিশালের বিভিন্ন উপজেলার ১৯ জন আওয়ামী লীগ নেতাকে। এদের মধ্যেই ১০ জনই বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ভোট যুদ্ধে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বহিস্কৃতরা হলেন, ‘হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিদ্রোহী প্রার্থী মোঃ তাজেম আলী হাওলাদার, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মোঃ নূরুল ইসলাম এবং চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ওরফে ইতালী শহিদ। এছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন ও তাদের পক্ষে কাজ করায় যাদেরকে সাময়িক বহিঃস্কার করা হয়েছে তারা হলেন,বরিশাল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাছের আহম্মেদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রব বেপারী। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেন, ‘তাদেরকে কারন দর্শানোর নোটিশ দেয়া হবে। উত্তর যথাযথ না হলে স্থায়ীভাবেও দল থেকে বহিঃস্কার হতে পারেন এইসব নেতা-কর্মীরা।

75 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন