২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৬৪১ জনকে জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৯

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ৬৪১ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মুরাদ হোসেনের নেতৃত্বে শনিবার সকাল ৭টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৬৪১ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৫৬৫ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়।

এছাড়া রেল জংশন এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বরাদ্দের বাইরে মালামাল রাখার দায়ে আরও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসিন, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা সাজ্জাদুর রহমানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

96 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন