২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভাইয়া আমাকে বাঁচান’এক ছাত্রীর আকুতি

আপডেট: নভেম্বর ১৮, ২০১৯

বিজয় নিউজ:: ‘ভাইয়া আমাকে বাঁচান, আমার বাবা-মা জোড় করে আমাকে বিয়ে দিতে চাইছে। কিন্তু আমি পড়ালেখা করতে চাই।’

মোবাইল ফোনে এমন আকুতির কথা সাংবাদিকদের কাছে জানালেন নবম শ্রেণির এক ছাত্রী। সে লালমোহন সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

ফোনে মেয়েটি আরও জানায়, তার বাবা-মা তাকে অনেকদিন পর্যন্ত স্কুলেও যেতে দিচ্ছে না।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরকে এমন ফোনের কথা জানালে তিনি সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে যান। ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী। পরে তারা ওসিকে ওয়াদা দেন প্রাপ্ত বয়স না হলে মেয়েকে বিয়ে দিবে না।

ওসি মীর খায়রুল কবীর বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেয়ার কথাবার্তা বলছে তার পরিবার। ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা-মাকে প্রাপ্তবয়স না হলে মেয়েকে বিয়ে না দিতে সর্তক করা হয়। এ ছাড়াও ওই ছাত্রীর অধ্যায়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও মেয়েটির পড়ালেখায় বিশেষ সুযোগ দেয়ার অনুরোধ করা হয়েছে।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন