২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে ধর্মপাশায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৫০টি গৃহ নির্মান প্রকল্পের উদ্বোধন

আপডেট: নভেম্বর ১৩, ২০২০

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):;  সুনামগঞ্জের ধর্মপাশায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের জন্য উপজেলার জয়শ্রী ইউনিয়নে গৃহ নির্মান প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসীনার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে।তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের জন্য গৃহনির্মান প্রকল্পের কাজ গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয়ন রায় চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো: মাহমুদুল হাসান, জয়শ্রী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকল্পিত স্থানে শুভ উদ্বোধন করা হয়।ৎ
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ তিনি বলেন, মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার প্রতিটি ইউনিয়নের যেখানে জায়গা আছে সেই স্থানটি প্রর্যায়ক্রমে ওই প্রকল্পের আওতায় আনা হবে।

150 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন