২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেঘনায় মা ইলিশ রক্ষায় দুর্যোগপূর্ন আবহাওয়ায় প্রশাসনের অভিযান

আপডেট: অক্টোবর ২৪, ২০২০

হিজলা প্রতিনিধি:; দূর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যে মা ইলিশ রক্ষায় হিজলা নৌপুলিশ নদীতে। নৌপুলিশের এ এস আই মামুন জানান ২৩ অক্টোবর রাতেও আমরা এই বৃষ্টির মধ্যেও নদীতে অভিযান চালিয়ে ১৫জন জেলেকে আটক করতে সক্ষম হই ।

যতই আবহাওয়া খারাপ থাক আমাদের অভিযান চালিয়ে যাবো। অপরদিকে কোষ্টগার্ড অভিযান চলাকালিন তাদেও সক্ষমতা কতটুকু এ ব্যাপাওে কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে হিজলা কোষ্টগার্ড খলিল মাঝির মাধ্যমে অনৈতি লেনদেনের কারণে তাদেও অভিযান নিম্মিত হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ ২৩ অক্টোবর দুর্যোগপূর্ন আবহাওয়ামধ্যেও হিজলা উপজেলার মেঘনা নদী চষে বেড়াচ্ছেন। উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে ২৩ অক্টোবর পর্যন্ত হিজলা নৌ পুলিশ
এদিকে হিজলা কোষ্টগার্ডের অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। সরকারের অর্থ নষ্ট হলেও তাদের কার্যক্রম ভিন্ন।সিনিয়র মৎস্যকর্মকর্তা আবদুল হালিম জানান, অভিযানের ৯ দিনে কোষ্টগার্ড মাত্র ১ জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে।উপজেলা প্রশাসনএর সহায়তায় যৌথ বাহিনী বিভিন্ন মেয়াদে ৯ দিনে মোট ৭৮ জন জেলেকে কারাদন্ড দিতে সক্ষম হয়েছে। নৌ পুলিশের অভিযান সন্তোষজন পর্যায়ে রয়েছে।

107 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন