২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান,দেড় লাখ মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ

আপডেট: জুলাই ৮, ২০২০

হিজলা প্রতিনিধি::  বরিশালের হিজলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ড বাহিনী মঙ্গলবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস, ফিল্ড সহায়ক জোৎসনা বেগম উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের হিজলা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্টগার্ড অভিযান পরিচালনা করে মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিৱচর, চরশেফালী, বামনের চর, নলবুনিয়া, ভইসপট্টি, কাকুরিয়া এলাকা থেকে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ্দ করে। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। জাল গুলো হিজলা স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস এবং ফিল্ড সহায়ক জোৎসনা বেগম এর উপস্থিতিতে পুড়ে ফেলা হয়।

82 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন