১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মেহেন্দিগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানের বিবাহে নেতার খড়াগ

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২০

হিজলা প্রতিনিধি:: নেতার হুমকিতে শুভকাজের সমাপ্তি। বরিশালের মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা সন্তানের বিবাহ ভেঙ্গে দিলেন সরকার দলীয় নেতা। বড় পক্ষ কাউরিয়া জামে মসজিদে উপস্থিত হলেও শুন্য হাতে ফিরলেন বরের পক্ষ।

বর, কনে পরিবার সূত্রে জানাগেছে মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সেকান্দার মিয়া পুত্র মোঃ নুরুজ্জামান, এর সাথে পার্শ্ববর্তী হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আঃ রশিদ ফকির এর কন্যা তিশা’র বিবাহ বন্ধনের দিন ধার্য ছিল ২৫ সেপ্টেম্বর কাউরিয়া বন্দর জামে মসজিদে।

বরের বাবা আঃ রশিদ ফকির জানান, তারিখ অনুযায়ী বর পক্ষের সকল লোকজন মসজিদে এসে হাজির হন। বাধসাধেন আন্ধারমানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তুহিন মিরা।
বর নুরুজ্জামান ফকির জানান,ইমরান হোসেন তুহিন তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তার এলাকার মেয়ে তিনি জানবেন না এ কেমন কথা !
এ বিষয়ে ইমরান হোসেন তুহিন মীরার নিকট জানতে চাইলে, তিনি টাকা চাওয়ার বিষয় অস্বীকার করেন।
আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ কাজী জানান, বর নুরুজ্জামান ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি দেখছি। এ নিয়ে হিজলার কাউরিয়া বাজারে চলছে নানা কথোপকথোন।

121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন