২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেহে‌ন্দিগ‌ঞ্জে ধর্ষনের শিকার গৃহবধূর মামলা না করার জন্য ফোনে হুমকী

আপডেট: অক্টোবর ১৩, ২০২০

হিজলা প্রতিনিধি:: ব‌রিশালের মেহে‌ন্দিগ‌ঞ্জ উপ‌জেলায় দলবেঁধে ধর্ষনের ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান হোসেন।

মঙ্গলবার দুপুরে তিনি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি গৃহবধূর সাথে কথা বলেন। এরপর তিন ঘটনাস্থল পরিদর্শন করোন।

অপরদিকে মিডিয়াতে বক্তব্য দেয়ায় হুমকী দেয়াতে গৃহবধূর ভগ্নিপতি আত্মরক্ষার্থে জনসম্মুখে আসছে না। অভিযুক্তরা ফোনে হুমকী দিয়েছে নির্যাতিতা গৃহবধূর ভাইকে সবুজকে।

অচেতন থাকার পর শেষ রাতে জ্ঞান ফিরে ওই গৃহবধূর। সে বলে রোববার মধ্যরাতে রাজীব তাকে ডেকে নিলে তার সহযোগিসহ তাকে ধর্ষণ করে।

এই ঘটনায় তার মা মেয়েকে যারা নির্যাতন করেছে তাদের বিচার দাবী করেন।

অপরদিকে ভাই সবুজ বলেন, মামলা না করার জন্য তাকে ফোনে হুমকী দিযেছে। এজন্য তার ভগ্নিপতি এখন নিরাপত্তার জন্য স্থান ত্যাগ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান হোসেন জানান, গৃহবধূর পরিবার মামলা দিলে তারা মামলা নিবেন।‌ এরপর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, রোবাবার মধ্যরাতে এই ঘটনার পর সোমবার সকালে শালিসী করে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে গৃহবধূকে তার বাবার ঘরে তুলে দিলে লজ্জায় সে বিষপান করে।

95 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন