২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মোহরানা নিয়ে ঝগড়ায় নববধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট: জুন ২০, ২০২০

                                                             ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোহরানা নিয়ে ঝগড়ার জেরে মেহেদির রং মুছে যাবার আগেই নববধূ রোজিনা বেগমকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মেহেদী হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, হত্যার পর স্ত্রী রোজিনার মরদেহ সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী মেহেদী।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, উপজেলার হরিসাড়া গ্রামের ইজিবাইকচালক মেহেদী হাসানের সঙ্গে গুডুম্বা-পূর্বপাড়া গ্রামের মাদ্রাসাছাত্রী রোজিনার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

সেই সর্ম্পকের জের ধরে আগের স্ত্রী-সন্তান থাকা সত্বেপাও প্রায় দেড় মাস আগে মেহেদী হাসানের সঙ্গে রোজিনার বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তার ঝগড়া লেগেই ছিল। শুক্রবার রোজিনা তার বাবার বাড়িতে (গুডুম্বা-পূর্বপাড়া) থাকাকালীন দিনভর মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মোহরানার বিষয় নিয়ে বিবাদ চলে।

এরই এক পর্যায়ে ওই রাতেই মেহেদী হাসান তার স্ত্রী রোজিনাকে তার বাড়িতে হরিসাড়ায় নিয়ে যান।

এর পর শনিবার ভোরে স্থানীয়রা রোজিনার বাড়ির কিছু দূরে রাস্তার ওপর তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে রোজিনার মরদেহ উদ্ধারের পর পরই অভিযান চালিয়ে স্বামী মেহেদী হাসানকে হরিসাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

100 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন