২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বিচার চাইছেন ৯০ বছরের বৃদ্ধ

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১

মেহেরপুর প্রতিনিধি:: রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বিচার চাইছেন মেহেরপুরের গাংনী উপজেলায় কল্যাণপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধ হোসেন আলী।

মঙ্গলবার মেহেরপুর জেলা প্রেসক্লাবে এসে বিচার চেয়ে অভিযোগ করেন তিনি।

হোসেন আলী জানান, স্ত্রী ও সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উপার্জন করার শক্তি না থাকায় তার স্ত্রী হাসেনা খাতুন, ছেলে জামিল হোসেন (৫২) ও মনিরুল ইসলাম কালু (৫০) তাকে নিয়মিত যন্ত্রণা দিয়ে আসছে।

গত ২৬ জানুয়ারি রাতে স্ত্রী ও দুই সন্তান মিলে হত্যাচেষ্টায় তাকে চরমভাবে মারধর করে। তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন জখম অবস্থায় তাকে উদ্ধার করে।

গাংনী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি। পরে গত ৩১ জানুয়ারি স্ত্রী ও দুই ছেলেকে আসামি করে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাংনী আমলি আদালতে ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেছেন।

হোসেন আলী জানান, এখন তিনি গ্রামের বিভিন্ন বাড়ির বারান্দায় বসবাস করেন। গ্রামের বিভিন্ন লোকের দেওয়া খাবার খেয়ে তিনি জীবনযাপন করছেন।

101 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন