২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ

আপডেট: জুলাই ৯, ২০১৯

                        সড়ক অবরদ করেছেন রিকশাচালকরা রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার কয়েক জায়গায় অবস্থান নিয়ে হাজার হাজার রিকশাচালক বিক্ষোভ করছেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে প্রগতি সরণি হয়ে মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারও অফিসগামী যাত্রীরা। হেঁটে অনেকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। সড়ক অবরোধের কারণে গাড়ির দীর্ঘ সারি আন্দোলনরত রিকশা চালকরা নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মালেক নামে এক রিকশাচালক বলেন, ‘আমরা কোনমতে কর্ম করে খায়। ‌আমাদের পেটে সরকার লাথি মারছে। আমরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।’ এর আগে সোমবারও মুগদা, মানিকনগর, মাণ্ডা, বালুরমাঠ ও কমলাপুর টিটিপাড়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এর আগে রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা ঘোষণা অনুযায়ী গত ৭ জুলাই থেকে গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

70 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন