২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সারের মূল্য কমানো হলেও বরিশালে কৃষক কেজিতে ৯ টাকা বেশি দরে ক্রয় করে

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৯

কৃষকদের স্বার্থে ফসলের উৎপাদন ব্যয় কমাতে ডিএপি সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করেছে সরকার।

হিজলা প্রতিনিধি : : বরিশালের হিজলায় ডিএপি সারের মূল্য কত ? কৃষক জানে না এ সারের মূল্য কমানো হয়েছে। কমানো হয়েছে ডিলার এবং খুচরা ডিলার পর্যায়। ৩ ডিসেম্বর বুধবার দেশের প্রান্তিক কৃষকদের প্রনোদনা দিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ টাকার সার এখন থেকে ১৬ টাকায় কৃষকের হাতে পৌছানোর কথা। তবে সে কথা জানে না হিজলা উপজেলার ডিলার, খুচরা ডিলার এবং সাধারণ কৃষক। আগের দামেই বিক্রি হচ্ছে সরকারী ডি এ পি সার।

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষকের সার্থে ঘোষনা দিলেও তা পৌছে নিন হিজলা উপজেলা বি সি আই সি ডিলার এবং খুচরা ডিলার র্পযন্ত। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হিজলার বাজার ঘুরে দেখা যায় সরকার দেয়া ডিএপি সার আগের মূল্যে বিক্রি হচ্ছে হিজাল উপজেলার বাজার গুলোতে। উপজেলা কাউরিয়া বাজাররের বিসিআইসির ডিলার হারুন, একই বাজারের খুচরা ডিলার আক্তাররুজ্জামান, কাজী নুরুল ইসলাম, খুন্না বাজারের খুচরা ডিলার শহিদুল ইসলাম, উপজেলা সদর টেকের বাজারের হারুন বেপারী, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যবসায়ী জানান তাদের কাছে কোন তথ্য নেই সারের দাম কমানো হয়েছে। বার্তা পেলে অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

হিজলা কৃষি অফিস জানায় তারা বিষয়টি অবগত আছেন, তবে লিখিত কোন দিক নিদের্শনা নেই। পরবর্তী নিদের্শনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বিচ্ছিন্ন হিজলা উপজেলার সিংহভাগ প্রত্যন্ত অঞ্চল চর। হিজলাগৌরব্দী, ধুলখোল, মেমানিয়া. হরিনাথপুর এলাকায় বিচ্ছিন্ন বাজার। এর সারের বাজার ঠিক রাখার জন্য মনিটরিং দরকার। সেক্ষেত্রে প্রশাসন যথা সময়ে ব্যবস্থা নেবেন এমন আশা হিজলার অবহেলিত কৃষক পরিবার গুলোর। সন্ধ্যায় হিজলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায়নি।

81 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন