১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সালাম না দেওয়ায় খুন হয় কিশোর হাসান

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১

                                                                    প্রতীকী ছবি
বিজয় নিউজ:: সালাম না দেওয়ায় রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান মিয়াকে (১৬) খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাত কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

গ্রেফতার সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার রাতে হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়।

তিনি বলেন, খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।

গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, এই কিশোররা ‘ব্যান্ডেজ’ নামে গ্রুপ পরিচালনা করে।

নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসে কাজ করত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। মুগদার মান্ডায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত হাসান। তিন ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়।

99 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন