২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পড়ন্ত শীত আগন্ত ফাগুনের প্রীতিশুভেচ্ছা -কবি মিজানুর রহমান জাহিদ।

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১

এখনকার আবহওয়া কেমন যেন শীতের গড়ম চাদরের মতো উষ্কশীত উষ্ক গড়ম বয়ে চলছে শীতের পিঠা পায়েশে চলছে দুমধাম, আত্মীয় স্বজনেরা প্রীতিভোজে মনমিতালী হয়ে শহর থেকে গ্রামগঞ্জে ভীরজমাচ্ছে। যেখানেই আবহাওয়া না শীত না গড়ম দোলা দিচ্ছে, ফাগুনের আগমনে স্বচতী মিলছে জনসাধারণের ও গাছপালা তরুলতার ফুলে ফুলে মুকুল গন্ধ ছড়িয়ে এবং পাখীদের গুঞ্জন ছড়িয়ে মৌমাছিরা আনন্দে মুখর হয়ে মধুর আঞ্জাম দিতে লেগেছে হরদম।
মহুয়া সুরে আসবে কোকিল আকাশ ছোঁয়া ভালোবাসার প্রীতির শুভেচ্ছা দিতে এবং সকলের মনমানষীক হৃদয়কে চাঙা করে দিতে বরংচ আমিও চাই কাগজে কলমে বোরাক বাহনে সেই অকৃত্রিম ফুলকাকলীর হয়ে দিলাম বাঙালি ও বাংলার ঋতুররাণীর প্রেমাষ্পদে অগ্রীম প্রীতি শুভেচ্ছা জানাই- দেশবাসীকে পড়ন্ত শীতে আগন্ত ফাগুনের মোহনায় ভালো থাকুক দেশ ও জাতি সর্বময় সকলের শুভ কামনা নিবেদিত।

:লেখক-কলামিষ্ট কবি মিজানুর রহমান জাহিদ-(ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা)।

231 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন