২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বর্ণমালার ছবি

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২০

নিশাত তাসনীম স্বস্তি ::

কৃষ্ণচূড়া উঠলো ফুটে
সবুজ শাখে শাখে

ভোরের হাওয়ায় একুশ এল ফাল্গুনেরই ডাকে

প্রভাতফেরীর গানের সুরে একুশের শোকগাঁথা

বলছে যেন শহীদ ছেলের আত্মদানের কথা

চেয়েছিল কাড়তে ওরা বাংলা মায়ের ভাষা

যে ভাষাতে মিশে আছে সকল প্রাণের আশা

বীর বাঙালি আসলো নেমে পিচ ঢালা রাজপথে

আকাশ বাতাস উঠলো কেঁপে অগ্নিঝরা প্রাতে

ঝাঁকে ঝাঁকে বুলেট এল রুখতে ওদের দাবি

রক্ত দিয়ে আঁকলো ওরা বর্ণমালার ছবি।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন