২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বন্দরে ৫০০ টাকার জন্য শ্রমিক খুন

আপডেট: জুলাই ২৩, ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাত্র ৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে খুন করা হয়েছে ডাইং শ্রমিক মিজান সিকদার ওরফে মিশরকে (২৯)।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বন্দরের নবীগঞ্জ কাইতাখালী নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিশর বন্দরের কাইতাখালী এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে।

এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- শ্যামল (৩২), শাকিব (১৯), জিসান (২০), দীপু (২২) ও গিট্টু (২৫)।

নিহতের ভাই সানী জানান, মিশর গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতেন। তার বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি এখন বাড়িতে অবস্থান করছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মশা মারার কয়েল আনতে দোকানে যান। এ সময় নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুসহ ৭-৮ জন তার ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিশর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুর কাছে ৫০০ টাকা পেত।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে মশার মারার কয়েল আনতে যাওয়ার সময় নোয়াদ্দা স্কুল মাঠে মিঠুকে দেখে তার পাওনা টাকা চান মিশর। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে মিঠু ও তার সহযোগীরা মিশরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। প্রধান আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন