২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

আপডেট: আগস্ট ৮, ২০২০

বিজয় নিউজ:: পিরোজপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কলাখালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন।

এর আগে বিকালে সদর উপজেলা কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার নলভাঙ্গা গ্রামের রহমত আলীর ছেরে রুস্তুম আলী এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান রেজা।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, বিকালে বাদী রিজিয়া বেগমকে প্রতারকরা মোবাইল ফোনে কল করে জানান, তিনি (রিজিয়া বেগম) মুক্তিযোদ্ধা ভাতা পান কী-না।

উত্তরে রিজিয়া জানান, তিনি ভাতা পাচ্ছেন। এসময় প্রতারকরা বলেন, তারা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছেন। ভাতার বই নিয়ে দ্রুত দাউদপুর বাজারে এসে তাদের সঙ্গে দেখা করতে। রিজিয়া বেগম সেখানে উপস্থিত হয়ে তাদের কাছে জানতে চান তারা কি পদে চাকরি করেন।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তারাও তাদের পরিচয় জানার জন্য চাপ সৃষ্টি করলে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেন তারা। এক পর্যায় বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ওসি বাদল আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।

364 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন