
বিজয় নিউজ:: ২০২১ ইংরেজী নতুন বছরের প্রথম দিন বরিশালে অনুষ্ঠিত হলো বই উৎসব।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। ২০২১ বছরের প্রথম দিন কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। আগামী ৫/৭ দিনের মধ্যে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা জানায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শুক্রবার পহেলা জানুয়ারি সকাল ১০টায় নগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ ছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার উপস্থিত ছিলেন।