১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে পাসের হার ৭০.৬৫ শতাংশ, জিপিএ ১২০১

আপডেট: জুলাই ১৭, ২০১৯

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার বেলা ১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।

এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৬৫ শতাংশ, যা গত বছরে ছিল ৭০.৫৫ শতাংশ।

এ বছর ৩৩০ কলেজের ১১৮টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যার মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৮ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬২৯ জন।

এবারে ঘোষিত ফল অনুযায়ী মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছে।

81 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন