২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের’ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৯

তরিকুল ইসলাম :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত পরিক্ষায় অংশগ্রহণের হার ৫০ দশমিক ৯৩ শতাংশ। ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

শনিবার (২৮ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এডমিট কার্ডের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড না আনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিতে পারে নি।

এদিকে একাধিক চক্র প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ফেসবুক ম্যাসেন্জারে ঢাকার ও নরসিংদির বিভিন্ন স্থান থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রশ্ন কেনার অফার দিয়েছেন ওই চক্র।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘ আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েছি। এছাড়া গুজবের ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলাম এবং কোনো রকম প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপাচার্য’র সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষকমণ্ডলীসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

115 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন