২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভুয়া ডাক্তার হাসপাতালেই চিকিৎসা দিত অত:পর আটক

আপডেট: অক্টোবর ১৯, ২০১৯

সিলেট প্রতিনিধি:: চেম্বারে ক্লিনিকে নয় খোদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।

বৃহস্পতিবার রাতে নীলকান্ত দাশ নামের ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বানিক্য দাসের ছেলে।

জানা গেছে, নীলকান্ত দাস নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কয়েক মাস যাবত ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন। বৃহস্পতিবার ২৬নং ওয়ার্ডের দায়িত্বরত স্টাফরা তাকে সন্দেহের চোখে দেখলে তারা হাসপাতালে খোঁজ নেন।

তারা জানতে পারেন নীলকান্ত নামের কোনো ডাক্তার নেই। পরে পুলিশ ও কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে কোতোয়ালী থানায় সোপর্দ করেন।

120 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন