২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল

আপডেট: মার্চ ১৭, ২০২০

বিজয় নিউজ:: মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে।

মঙ্গলবার থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া চলতি সপ্তাহেই দু’টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন দু’টি চূড়ান্ত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়ায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এক ঘোষণায় বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, জাতিসংঘ দফতরের এক কর্মী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের কূটনীতিকদেরও বৈঠক বাতিলের বিষয়ে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকার বয়স্কদের সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চীন থেকে গোটা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে সাত হাজার ১২৫ জন।

গত ২৪ ঘণ্টায় কেবল ইতালিতেই মারা গেছে ৩৪৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৭ জন বলে জানা গেছে।

এ ছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮ হাজার ২০৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৫৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এর মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। দেশটিতে কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

এর একদিন আগে মারা গেছে ৩৬৮ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৮ জনে।

91 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন