২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মসজিদ থেকে এক লাখ রুপি দামের জুতা চুরি

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৯

বিজয় নিউজ:: পাকিস্তানের লাহোরে নামাজের সময় একটি মসজিদের বাইরে থেকে এক লাখ রুপি দামের একজোড়া জুতা চুরি হয়ে গেছে।

মঙ্গলবার এআরআইয়ের খবরে এমন অদ্ভুত তথ্য জানা গেছে।

পুলিশের তথ্যানুসারে, গঙ্গা রাম হাসপাতালের কাছেই অবস্থিত একটি মসজিদে নামাজ পড়তে যান শিরাজ বসির নামের এক মুসল্লি। নামাজের পর দেখতে পান, মসজিদ থেকে তারা জুতা জোড়া হাওয়া হয়ে গেছে।

লাহোরের প্রতিরক্ষা অঞ্চলের বাসিন্দা বসির। অসুস্থ আত্মীয়কে দেখতে গঙ্গা রাম হাসপাতালে আসেন তিনি।

এ চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছেন ওই জুতার মালিক। সিসিটিভির ফুটেজ দেখে যাতে চোরকে শনাক্ত করা হয় এবং জুতা উদ্ধার করে তাকে ফেরত দেয়া হয়, অভিযোগে সেই অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে।

দক্ষিণ এশিয়ার মুসলমান প্রধান দেশটিতে মসজিদ থেকে জুতার চুরির ঘটনা অহরহ ঘটছে।

২০১৬ সালে পাক সারজমিন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইয়ুমখানির জুতাও জুমার সময় মসজিদ থেকে চুরি হয়েছিল।

93 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন