২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে এক শিক্ষার্থীর নাস্তায় বার্গারের ভেতরে ব্লেড

আপডেট: মার্চ ১০, ২০২১

বিজয় নিউজ:: সন্ধায় নাস্তা খেতে গিয়ে বার্গারের মধ্যে আস্তা ব্লেড পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে এসময় তার হাত ও মুখের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন।
ফলে খাওয়া-দাওয়ায় অনীহা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী শফিকুল ইসলাম।

তিনি জানান, বরিশাল নগরের একটি অফিসে পার্টটাইম জব করেন তিনি। সেখানে সোমবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে বিবির পুকুর পাড়ের ফুটপাতের একটি দোকান থেকে সবজি মিশ্রিত (ভেজিটেবল) বার্গার নাশতা হিসেবে কিনে আনা হয়। বার্গারে কামড় দিলে কিছু একটা তার দাঁতে লাগে। সেটি বের করে তিনি দেখতে পান একটি আস্ত জং ধরা ব্লেড।

তিনি বলেন, অল্পের জন্য জিহ্বা কিংবা মুখের ভেতরের কোনো অংশ কাটেনি। আবার গলার ভেতরে গেলে কি হতো তাও আমি কল্পনা করতে পারছি না। এ ঘটনার পর থেকে কিছুটা মানসিক ট্রমাতে আছি, এখনো কিছু ক্ষেতে পারছি না।

তিনি আরো বলেন, ব্লেডটি পাওয়ার পর সরাসরি ওইভাবে বার্গারটি নিয়ে বিবির পুকুর পাড়ের সেই ফুটপাতের দোকানি মনির হোসেনের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুলবশত হয়েছে বলে জানান।

ঘটনাটি ভুলবশত হয়েছে জানিয়ে বার্গার বিক্রেতা মনির হোসেন বলেন, কোনো বিক্রেতাই তার দোকানের ক্রেতাকে খারাপ কিছু খাওয়াতে চান না। কিভাবে ওই ব্লেডটি বার্গারের মধ্যে গিয়েছে সেটি আমিও বুঝে উঠতে পারছি না।

132 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন