২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

টানা দুই সপ্তাহ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

টানা দুই সপ্তাহ ছুটির পর আজ রবিবার (১৮ আগস্ট) শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। গত ৪ আগস্ট থেকে গতকাল শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত ছিল সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহার সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশ। এ কারণে টানা ১৪ দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম।

ছুটির সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এ ছাড়া আপিল বিভাগে চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ হয়।

96 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন