২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মিরপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট কাজ করছে

আপডেট: আগস্ট ১৬, ২০১৯

রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। প্রথমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে ১২টি ও পরে ৩টি ইউনিট পাঠানো হয়। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ২০টি ইউনিট কাজ করছে।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন