২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রোহিঙ্গা ক্যাম্পে রেশন বিতরণ নিয়ে উত্তেজনা

আপডেট: জুলাই ৯, ২০১৯

বিজয় নিউজ রিপোট।। রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে নতুন নিয়মে রেশন বিতরণ করায় এক সপ্তাহ ধরে রেশন নেয়া বন্ধ রেখেছে রোহিঙ্গারা। এ বিষয়ে রোহিঙ্গারা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। ক্যাম্পের জহুরা বেগম, সাজেদা বেগম, আনোয়ার বেগম ও হাসিনা বেগমের নেতৃত্বে সোমবার উত্তেজিত রোহিঙ্গারা নতুন রেশন প্রথা বাতিলের দাবিতে খাদ্য গুদামের সামনে বিক্ষোভ করে। পরে মিছিল-সমাবেশের চেষ্টা করলে বস্তির চেয়ারম্যান মো. আলম তাদের থামিয়ে নতুন রেশন বিতরণ পদ্ধতি বাতিলের জন্য এসিএফের প্রজেক্ট অফিসার বরাবর আবেদন করেন। এদিকে রোহিঙ্গারা জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় হাঙ্গার প্রজেক্ট (এসিএফ) প্রতিজন রোহিঙ্গাকে ৭৭০ টাকা করে রেশন বাবদ টাকা দিয়ে আসছিল। এতেই সাধারণ রোহিঙ্গারা সন্তুষ্ট ছিল। কিন্তু রেশন বিতরণকারী সংস্থা ১ জুলাই থেকে নির্দিষ্ট একটি দোকান হতে ৪৫০ টাকার চাল ও ৩২০ টাকার অন্যান্য পণ্য কিনতে বলে। এতে রোহিঙ্গারা ক্ষুব্ধ হয়ে এক সপ্তাহ ধরে রেশন নেয়া বন্ধ করে দেয়। এর ফলে অনেক রোহিঙ্গা অনাহারে-অর্ধাহারে থেকে চরম ভোগান্তিতে পড়ে। অবশেষে রোহিঙ্গারা ক্ষুব্ধ হয়ে ত্রাণ বিতরণকারী সংস্থার নতুন নিয়ম বাতিলের দাবিতে উত্তেজিত হয়ে উঠে। এ ব্যাপারে লেদা এলএমএস রোহিঙ্গা ক্যাম্প চেয়ারম্যান মো. আলম বলেন, রেশনসংক্রান্ত বিষয়ে রোহিঙ্গারা উত্তেজিত হয়ে উঠলে আমি তাদের থামিয়ে দেই। এরপর পূর্বের নিয়মে রেশন বিতরণের আহ্বান জানিয়ে আবেদন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এসিএফ কর্তাব্যক্তিদের মুঠোফোনে না পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

90 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন