২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সরকার কাউকে সম্মান দিতে পারে না : আব্বাস

আপডেট: মার্চ ৪, ২০২১

বিজয় নিউজ:: বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

‘আজকের সমাবেশে আসতে পুলিশ বাধা দিয়েছে’ এমন অভিযোগ করে আব্বাস বলেন, এই সরকার কাউকে সম্মান দিতে পারে না। সম্মান পেতে পারে না, এই সরকার ভোটের না। তাই এই সরকার আমরা মানি না।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন