২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলা থানা বিএনপির সভাপতির উপর হামলা,মামলা নেয়নি পুলিশ

আপডেট: এপ্রিল ২১, ২০২১

হিজলা প্রতিনিধি:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকে লাঞ্ছিত। বাজার রণক্ষেত্র, দোকান ভাঙচুর, থানায় অভিযোগ। মামলা হয়নি তিন দিনে।
সূত্র দাবি করছে হিজলা উপজেলা সদর টেকের বাজারে হিজলা থানা বিএনপির সাবেক সভাপতিকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
প্রতিপক্ষ স্থানীয় দুলাল সরদারের দোকানে ঢুকে নেতাকে হামলা চালিয়ে আহত করে। দোকালুটকরে। পরবর্তীতে বীরদর্পে চলে যান তারা। এ বিষয়ে ঘটনার রাতেই হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহতর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায় মেজবাহ উদ্দিন চৌধুরীর সাথে স্থানীয় হিরণ বেপারীদের সাথে ভুমি বিরোধ রয়েছে। এর জের ধরে ঘটনার সূত্রপাত।
বাদি হাওয়ানুর চৌধুরী জানান, 1 বছর আগে 24 শতক জমি 12 লক্ষ টাকায় বিক্রি করা হয় ঐ পক্ষের কাছে। এর জের ধরে হিরণ বেপারী, মিজান বেপারী, হেলাল রাড়ি, ধলু রাড়ি, রহিম রাড়ি সহ 10 তেকে 12 জনের একটি গ্রুপ 19 এপ্রিল সন্ধ্যার দিকে দুলালের দোকানে ঢুকে অপু চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বাজারের ব্যাবসায়ারা তাকে উদ্ধার করে।
দোকানদার দুলাল জানান, তিনি কিছু বুঝে উঠার আগেই হামলাকারিরা এক যোগে অপু চৌধুরীর উপর আছরে পরে। এতে তিনিও মারাত্মক আহত হন। তার দোকানের মালামাল লুটকরে নিয়ে যায় হামলাকারিরা।হিজলা থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে পাত্তাই য়েনি পুলিশ।
হিজলা থানা অফিসার ইনচার্জ অসিম কুমার শিকদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

129 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন