১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দ্বিতীয় দিনের খেলা শুরু

আপডেট: নভেম্বর ২৩, ২০১৯

স্পোর্টস ডেস্ক :: ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। তাতে ৬৮ রানের লিড নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে ব্যাট করছে টিম ইন্ডিয়া।

প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন।এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেন। ০ মারেন তিন ‘ম’মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান। ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন