২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২০

স্পোর্টস ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। ফলে রান তুলতে সমস্যায় পড়েছেন কিউইরা। ২৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৭৬ রান। মাঝপথে ইনিংস মজবুত করতে চেষ্টা করছেন নিকোলাস লিডস্টোন ও বেকহ্যাম হুইলার-গ্রিনাল।

বৃহস্পতিবার পচেফস্ট্রমে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। সূচনালগ্নেই রাইস মারিউকে ফিরিয়ে দেন শামীম হোসেন। ওয়ানডাউনে নেমে ফার্গাস লেলম্যানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওলি হোয়াইট। তবে সেই যাত্রায় হোঁচট খান তিনিই। রাকিবুল হাসানের শিকার হয়ে ফেরেন তিনি।

পরে নিকোলাস লিডস্টোনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন লেলম্যান। কিন্তু তাতে বাদ সাধেন শামীম। দলীয় ৫৯ রানে তাকে ফিরিয়ে দেন তিনি। ফলে চাপে পড়ে নিউজিল্যান্ড। এ পরিস্থিতিতে ক্রিজে আসেন অধিনায়ক জেসে তাসকফ। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। হাসান মুরাদের বলির পাঁঠা হয়ে দ্রুত সাজঘরের পথ ধরেন ক্যাপ্টেন।

150 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন