২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বরেকর্ড গড়েই হারের মুখ দেখল থাইল্যান্ড

আপডেট: আগস্ট ১৩, ২০১৯

শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয়ে বিশ্বরেকর্ড গড়েছিল থাইল্যান্ড নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ান নারী দলের গড়া টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে তারা গড়েছিল ১৭ ম্যাচ জয়ের রেকর্ড।

গত বছরের জুলাই থেকে গতকাল (শনিবার) পর্যন্ত টানা ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে থাই নারীরা। ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ২০১৪-১৫ সালে গড়া টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ডটি।

তবে নিজেদের এ রেকর্ডটিকে আর বাড়িয়ে নিতে পারেনি থাই নারীরা। সোমবার স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে হেরে গিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। যে কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ম্যাচ জয়ের রেকর্ডের সংখ্যাটা থেমে গেল ১৭’তেই।

চার জাতি সিরিজের সপ্তম ম্যাচে স্কটিশ নারীদের বিপক্ষে নেমেছিল থাইল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল তারাই। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।

জবাবে রান তাড়াটা সহজ হয়নি স্কটিশদের। তবে অধিনায়ক সারাহ ব্রেসের অপরাজিত ৫৭ বলে ৬৩ রানের ইনিংসের সুবাদে ইনিংসের শেষ বলে ৫ উইকেটের ব্যবধানে জয় পায় স্কটল্যান্ড।

স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড নারী দলের অংশগ্রহণে চলমান এ চার জাতি টুর্নামেন্টে সব দল খেলে ফেলেছে ৪টি করে ম্যাচ। স্কটিশদের কাছে হারলেও ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাইল্যান্ডই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে স্কটল্যান্ড। আয়ারল্যান্ডের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। এখনও জয়ের মুখ দেখেনি নেদারল্যান্ডস।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন