২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের হিজলায় শিক্ষক লাঞ্ছিত – ছাত্র-ছাত্রীদের বিক্ষোব

আপডেট: আগস্ট ২১, ২০২৫

বিজয় নিউজ  :: হিজলায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় উত্তাল ডাক্তার  খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়। ইউ এন ও এর উপস্থিতিতে শিক্ষার্থীদের মিছিলে অবরুদ্ধ তিনি।
হিজলার ঐতিহ্যবাহী ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় এর জনৈক সামাদ মাস্টারকে লাঞ্ছিত করেন দুলাল মুন্সি নামের  এক ব্যক্তি।তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য।  তাকে আওয়ামী লীগ ঘরানার লোক বলে দাবি করছে শিক্ষার্থীরা।
শিক্ষক আব্দুস সামাদ আজাদ প্রতিদিনের ন্যায় ২০ আগস্ট বিদ্যালয় শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। শিক্ষার্থীরা পড়া না পারায় ছাত্রীদেরকে শাসিয়েছেন। ওই শাসানোর ছাত্রীদের মধ্যে দুলাল মুন্সির মেয়েও ছিলেন। দুলাল মুন্সির কন্যাকে শাসানো কাল হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সামাদের।

২১ আগস্ট শিক্ষককে লাঞ্চিত এর ঘটনায় বিদ্যালয় শিক্ষার্থীরা দুলাল মুন্সির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়। একপর্দায় দুলাল মুন্সির ঔষধ এর দোকান (ফার্মেসি) আটকে দেয় শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষক সামাদ জানান, তিনি শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদেরকে শাসিয়েছেন। পরক্ষণে দুলাল মুন্সী তাকে স্কুল থেকে বের করে দেয়। নিজের সম্মান রক্ষার্থে তিনি স্কুল থেকে চলে আসেন। এর পরের বিষয় তিনি কিছুই জানেন না।
কবির ফকির জানান, শিক্ষক লাঞ্ছনার বিষয়টি খুবই দুঃখজনক।
বিদ্যালয় প্রধান শিক্ষক বরুণ কুমারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদার জানান, তিনি বিদ্যালয়ে পৌঁছেছেন। শিক্ষক অভিভাবকদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

262 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন