২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

দীর্ঘদিন যাবত সংস্কার হচ্ছে না মুছাপুর আজিম শাহ কানেক্টিং সড়ক, এলাকাবাসীর চরম দূর্ভোগ।

আপডেট: আগস্ট ২৭, ২০২৫

সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:ঃ মুছাপুর ৬ নং ওয়ার্ড, ধোপার হাটের একটু পশ্চিমে দক্ষিণে মাইটভাংগা ও মুছাপুর সীমান্ত এলাকায় এই সড়কের অবস্থান।সড়কটি ধোপার হাটের নিকটবর্তী হওয়ায়  এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজন ও যানবাহন  চলাচল করে।এই ছাড়া মুছাপুর বদিউজ্জামান উচ্চবিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে চলাচল করে।সড়কটির প্রায় ২০০ কিমি পথ দীর্ঘ দিন ধরে পাকাকরন না হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগের মধ্যে চলাচল করতে হয়।বর্ষা মৌষমে পুরো সময় রাস্তা টি পানির নিচে ডুবে থাকে। এতে রাস্তা ও জমি পানির নিচে একাকার হয়ে যাই।এতে করে রাস্তা টি জন সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে।এলাকার জন সাধারনের নিয়মিত  বাজারে আসা যাওয়া অনেক কষ্টকর হয়ে যাই।এই ছাড়া স্কুল গামী ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের আসা যাওয়া অনেক কষ্ট সাধ্য হয়ে যাই।এই বিষয়ে এলাকার আলাউদ্দিন নামে ১ জনের সাথে আলাপ কালে জানান বর্ষাকালে রাস্তাটি এত খারাপ হয়ে যাই বাজার থেকে ১ টা চাউলের বস্তা আনতে চাইলে কোন অটো রিকসা  এই দিকে চলাচল করতে রাজি হয়  না।রাস্তা খারাপ থাকার কারনে এই এলাকায় কোন যানবাহন চলাচল করতেছে না।এতে করে এলাকাবাসী কে অনেক দূর্ভোগ পোহাতে হয়।এই ছাড়া স্থানীয়  নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায় ২০০ কিমি এই রাস্তা টি  দীর্ঘ দিন যাবত  জেলা পরিষদের মাধ্যমে অথবা, কাবিখার মাধ্যম পাকাকরনের চেষ্টা চলতেছে। বরাদ্দ না হওয়ায় রাস্তাটি পাকাকরন সম্ভব হচ্ছে না।এলাকাবাসীর দাবি রাস্তাটি যেন  দ্রুত পাকাকরন হয়।এতে এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাগব হবে।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন